নয়াদিল্লি: সিএএ ইস্যুতে মোহন ভাগবতকে কড়া জবাব দিলেন এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওয়েসি।
রবিবার সকালে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত সঙ্ঘের সদর দপ্তরে বার্ষিক সভায় ৭০ মিনিটের বক্তব্যে দাবি করেন, ‘সিএএ নিয়ে মুসলিমদের বিভ্রান্ত করা হয়েছিল। অথচ প্রতিবেশী দেশগুলিতে ধর্মীয় সংখ্যালঘুদের হেনস্থার হাত থেকে বাঁচাতেই এই আইন হয়েছে।’ মোহন ভাগবতের এই বক্তব্যের কড়া জবাব দিলেন এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওয়েসি। তিনি বলেন, ‘মুসলিমরা বাচ্চা নয় যে তাদের ভুল বোঝানো যাবে।’
Using CAA, Opportunists unleashed organised violence in the name of protests. Even before something could be thought out, Corona crept in. In the background, the efforts by rioters and opportunists to reignite the conflict still continue. #RSSVijayaDashami
— RSS (@RSSorg) October 25, 2020
এদিন নাগপুরে আরএসএস-এর সদর দপ্তরে বার্ষিক দশেরা অনুষ্ঠানে সঙ্ঘপ্রধান মোহন ভাগবত বলেন, ‘‘সুযোগসন্ধানীরা পরিস্থিতির সুযোগ নিয়েছিল। মুসলিমদের বিভ্রান্ত করে প্রতিবাদের নামে দেশের বিভিন্ন প্রান্তে হিংসা ছড়ানো হয়েছিল। পরিকল্পিত ভাবে উত্তেজনার সৃষ্টি করা হয়েছিল। এরফলে দেশে অস্থিরতা দেখা দিয়েছিল। পরিস্থিতি পুরোপুরি সামলে নেওয়ার আগেই করোনা সঙ্কটে জড়িয়ে পড়ল দেশ।’’
মোহন ভাগবত আরও বলেন, ‘‘সেই অশান্তির আগুন এখনও নিভে যায়নি। সুযোগসন্ধানীরা সেই আগুন ফের উস্কে দিতে চাইছে। করোনা নিয়ে সংবাদমাধ্যমগুলি এখন মেতে থাকায় তা তেমন প্রচারের আলোয় আসছে না ঠিকই, কিন্তু সুযোগসন্ধানীদের সেই প্রচেষ্টা বন্ধ হয়নি।’’
মোহন ভাগবতের বক্তব্যের কড়া জবাব দিয়ে এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওয়েসি বলেন, ‘ আমরা বাচ্চা নয় যে ভুল বুঝব। সিএএ-এনআরসি নিয়ে বিজেপি কোনও কথায় কর্ণপাত করেনি। যদি এটা মুসলিমদের ব্যাপার নয়, তাহলে আইনের থেকে ধর্ম সংক্রান্ত সমস্ত বিষয় বাদ দেওয়া হোক? আমাদের ভারতীয়ত্ব প্রমাণ করার জন্য প্রয়োজনীয় আইন না হওয়া পর্যন্ত আমরা আবারও প্রতিবাদ করব। ’
We'll protest against any law with religion as basis of citizenship. I also want to tell Congress, RJD & their clones: your silence during the agitation is not forgotten. While BJP leaders were calling people of Seemanchal 'ghuspethiye', RJD-INC didn't open their mouths once [2]
— Asaduddin Owaisi (@asadowaisi) October 25, 2020
এখানেই থামেন নি ওয়েসি। টুইটারে তিনি আরও বলেন, ‘‘ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রমাণ সংক্রান্ত সমস্ত আইনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। আমি একই সঙ্গে কংগ্রেস, আরজেডি সহ অন্যান্য সহযোদ্ধাদের বলব, প্রতিবাদ-বিক্ষোভের সময় তোমাদের নীরবতা ভোলার নয়। যখন বিজেপি নেতারা সীমান্ত অঞ্চলের মানুষদের ‘ঘুসপেটিয়া’ বলেছিল, তখন আরজেডি-কংগ্রেস এক বারের জন্যই মুখ খোলেন নি।’’