কলকাতা: নাবালিকা পরিচারিকার রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল সল্টলেকে।মৃতার নাম বিপাশা প্রামাণিক। উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বাসিন্দা সে। জানা গিয়েছে, কয়েকমাস আগে সল্টলেকের একটি বাড়িতে পরিচারিকার কাজ পায় সে। সেখানেই থাকত বিপাশা। রবিবার সন্ধ্যায় সল্টলেকের বাড়ি থেকেই বিপাশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশে খবর দেওয়া হলে রাতেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বিধাননগর পূর্ব থানার পুলিশ।মৃতের দেহের পাশে পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোট। কী কারণে আত্মঘাতী হয়েছে সে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, সন্দেশখালির এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল বিপাশার। সম্পর্কে টানাপোড়েনের জেরে মানসিক অবসাদে ভুগছিল সে।কেন নাবালিকাকে পরিচারিকা হিসেবে রাখা হল তা জানতে গৃহকর্তাকে এবং বিপাশার পরিবারের লোকদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
তুনিশার প্রাক্তন প্রেমিকের পুলিশ হেপাজতের মেয়াদ বাড়ল
নিউজ ব্যুরো: অভিনেত্রী তুনিশা শর্মা মৃত্যুকাণ্ডে (Tunisha Sharma Suicide Case) ধৃত তাঁর প্রাক্তন প্রেমিক অভিনেতা শেজান খানের পুলিশ হেপাজতের মেয়াদ...
Read more