হেমতাবাদ: মঙ্গলবার সন্ধ্যায় এক বধূর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল হেমতাবাদ(Hemtabad) থানার বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের কলুয়াচুরা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বধূর নাম রানি হাঁসদা (৩২), বাড়ি কলুয়াচুরা গ্রামেই। গতকাল সন্ধ্যায় তাঁর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল ও কলেজ হাসপাতালে পাঠিয়েছে। হেমতাবাদ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ওই বধূ গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন, নাকি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ তৃণমূলের বাইক মিছিল নিয়ে রাজনৈতিক তরজা, শক্তি প্রদর্শনের কর্মসূচি মন্তব্য বিজেপির