পুরাতন মালদা: এক ব্যক্তির রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে পুরাতন মালদা (Old Malda) পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি ঘোষপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম উদয় মণ্ডল(৪৫)। তিনি জমি জায়গার কাজের সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সকালে বন্ধুদের ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। বিকেলে তার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে বাড়িতে দিয়ে সোজা আবার বন্ধুদের কাছে চলে যায় এবং সেখানে চলে খাওয়া-দাওয়া আসর। কোটি স্টেশন এলাকায় খাওয়া-দাওয়া করার সময় হঠাৎই উদয় ঘোষ অচৈতন্য হয়ে পড়ে যান। তখনই তার চার বন্ধু টোটো করে তাঁকে বাড়িতে ফেলে চলে যায়। বাড়ির লোকজন তড়িঘড়ি তাঁকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, তাকে মেরে ফেলা হয়েছে। পরিবারের লোকেরা মৃত ওই ব্যক্তির চার বন্ধুর উপরে অভিযোগ তুলছেন। তাদের বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ দায়ের করেছেন। দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এবিষয়ে ১৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর স্বাধীন ঘোষ জানান, ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
আরও পড়ুন: অজ্ঞাতপরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার পুরাতন মালদায়