জয়গাঁ: রহস্যজনকভাবে জয়গাঁ থেকে এক যুবকের নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। প্রেমশঙ্কর ঠাকুর নামের ওই যুবক মুম্বইতে শ্রমিকের কাজ করত। দীর্ঘ ছয়মাস পর গত ২৪ ফেব্রুয়ারি সে জয়গাঁ-২ গ্রাম পঞ্চায়েতের ত্রিবেণী টোলের দহি পট্টিতে বাড়িতে ফিরেছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেদিন বিকেল চারটার সময় প্রেমশঙ্কর তাঁর বাড়িতে জিনিসপত্র রেখে বেরিয়ে যায়। কোথায় যাচ্ছে তা তিনি বলে যায়নি পরিবারের সদস্যদের। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও প্রেমশঙ্কর বাড়ি না ফিরলে চিন্তিত হয়ে পড়েন বাড়ির সদস্যরা। সন্ধ্যা ছয়টার পর থেকে তাঁর মোবাইল সুইচ অফ মিলছিল।
ঘটনার তিনদিন পর প্রেমশঙ্করের মোবাইলে ফোন করলে রিং হয় এবং এক অজ্ঞাত ব্যক্তি কল রিসিভ করেন। জানা গিয়েছে, তাঁর মোবাইলটি তোর্ষা বাগানে মিলেছে। এদিকে ঘরের ছেলে না ফেরায় উদ্বিগ্ন প্রেমশঙ্কর ঠাকুরের অভিভাবকেরা বুধবার জয়গাঁ থানার দ্বারস্থ হয়। প্রেমশঙ্কর ঠাকুরের বাবা শিবশঙ্কর ঠাকুর জানান, ছেলে মুম্বইতে থাকে। জয়গাঁয় সেরকম বন্ধু নেই। হঠাৎ করে নিখোঁজ কীভাবে হল বুঝছেন না। প্রশাসনের কাছে ছেলেকে খুঁজে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। জয়গাঁ থানা সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি চলছে।
আরও পড়ুন : সিপিএমের সম্মেলন কিশনগঞ্জে