কলকাতা: মহাপীঠ তারাপীঠ খ্যাত অভিনেত্রী নবনীতা দাসকে(Nabanita Das) ধর্ষণ ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। বৃহস্পতিবার নবনীতা রক্তপরীক্ষা করিয়ে কল্যাণী হাইওয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন। তাঁর সঙ্গে ছিলেন স্বামী এবং টলিউডের জনপ্রিয় অভিনেতা জিতু কামাল। অভিযোগ, নিমতা থানা এলাকায় তাঁদের গাড়িটিকে আচমকাই ধাক্কা মেরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে একটি পণ্যবাহী গাড়ি। গাড়িটির পিছু নিয়ে থামানোর চেষ্টা করেন তাঁদের গাড়ির চালক। জিতুর চালককে চাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। আত্মরক্ষার্থে চালক ঘাতক পণ্যবাহী গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে দেন। এমটাই দাবি জিতু-নবনীতার। সেইসময় ঘটনাস্থলে হাজির ছিলেন পুলিশকর্মী। অভিযোগ, সেই আধিকারিক নবনীতা-জিতুর সঙ্গে সহযোগিতা করেননি। উলটে তাঁদের সঙ্গে রূঢ় ব্যবহার করেন। গোটা ঘটনা জানিয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করেন নবনীতা। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি, যে পুলিশকর্মীর বিরুদ্ধে অভিনেত্রী অভিযোগ তুলেছিলেন, তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ব্যারাকপুর কমিশনারেট। পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নবনীতা দাস। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুনঃ Jeetu Kamal | অভিনেতার জিতু কমল ও তাঁর স্ত্রী নবনীতাকে পুলিশের সামনে হেনস্তা