ডিজিটাল ডেস্ক: রাজ্যের চারটি পুরনিগমের ভোট হবার কথা ছিল আগামী ২২ শে জানুয়ারি। তবে প্রথম থেকেই করোনা আবহে পুরভোট করা নিয়ে সরব হয়েছিল বিরোধীরা। পাশাপাশি সচেতন নাগরিকরাও এই সময় ভোট করানো নিয়ে যথেষ্ট আপত্তি জানিয়েছিলেন। হাইকোর্টে করা হয়েছিল জনস্বার্থ মামলা। আর সেই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনের কাছে ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা বলেছে। আর এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল নবান্ন। কার্যত রাজ্যের ৪ পুরনিগমের ভোট পিছিয়ে দেওয়ার জন্য এবার রাজ্য সরকারের পক্ষ থেকে সমর্থন জানানো হল। কার্যত নবান্নের পক্ষ থেকে বলা হয়েছে, করোনা পরিস্থিতি মোকাবিলায় এই মুহূর্তে প্রস্তুত রাজ্য। ফলে কমিশন যদি কিছুদিনের জন্য ভোট পিছিয়ে দেয়, তাহলে রাজ্য সরকারের কোনো আপত্তি নেই। যদিও আদালতে একাধিকবার ভোট পিছনোর বিরোধিতাই করে এসেছে নবান্ন। এই অবস্থায় নবান্নের চিঠির পরিপ্রেক্ষিতে রাজ্যের পুরভোট পিছিয়ে যাওয়া নিয়ে আর কোনো সন্দেহ রইল না। তবে আনুষ্ঠানিকভাবে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো কিছু ঘোষণা হয়নি।