নয়াদিল্লি: ভুল বোঝাবুঝির কারণেই নাগাল্যান্ডে গুলি চলেছিল। সোমবার লোকসভায় এক বিবৃতিতে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। নাগাল্যান্ডে মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেন তিনি। বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে বলে জানান শা।
স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, শনিবার রাতে মন জেলার ওটিং গ্রামের কাছে জঙ্গি ভেবে ভুল করে খনি শ্রমিকদের গাড়িতে গুলি চালিয়েছিল সেনাবাহিনী। গুলি চালনার পরই সেনাঘাঁটিতে হামলা হয় বলেও জানান শা। তাঁর কথায়, গাড়িতে গুলি চালানোর ঘটনার পর গ্রামবাসীরা এলাকায় অসম রাইফেলসের শিবিরে চড়াও হলে জওয়ানেরা আত্মরক্ষার্থে গুলি চালান।