শুভজিৎ দত্ত, নাগরাকাটা: করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ লক্ষ টাকা তুলে দিলেন নাগরাকাটার বিধায়ক শুক্রা মুন্ডা। জলপাইগুড়ির জেলাশাসক অভিষেক তিওয়ারির হাতে তিনি এই আর্থিক সাহায্য তুলে দেন।
বিধায়ক বলেন, ‘বর্তমান পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকার যেভাবে কাজ করছে তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। সরকারের পাশে থাকতে চেয়ে এই সাহায্য করেছি।’
এদিকে বৃহস্পতিবার নাগরাকাটার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ও লুকসান গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোজ মুন্ডার উদ্যোগে বন্ধ ধরনীপুর চা বাগানের শ্রমিকদের খাওয়ানো হয়। সেখানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিডিও স্মৃতা সুব্বা, নাগরাকাটা থানার ওসি সঞ্জু বর্মন প্রমুখ।