সিতাই: প্রজাতন্ত্র দিবসের আগে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নাকা তল্লাশি শুরু করল কোচবিহারের (Coochbehar) সিতাই পুলিশ। মঙ্গলবার সীমান্তবর্তী দিনহাটা-সিতাই-শীতলকুচি রাজ্য সড়কের দেবী কামতেশ্বরী সেতু চত্বরে নাকা তল্লাশি চলে। ওই সড়ক দিয়ে চলাচলকারী প্রত্যেকটি যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
সিতাই থানার আইসি প্রবীণ প্রধান জানান, সাধারণত রোজ এই রুটে একাধিক নাকা চেকিং পয়েন্টে রুটিন মাফিক তল্লাশি চলে। তবে প্রজাতন্ত্র দিবসের আগের দিনগুলোতে তল্লাশি আরও জোরদার করা হয়েছে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : ৫০ বছর পর পুরোনো চেহারায় ফিরছে বক্সা ফোর্ট