ময়নাগুড়ি: স্বাধীনতা দিবসের আগে ময়নাগুড়ি জিআরপির তরফে দিনভর চলল নাকা চেকিং। বুধবার ফুট পেট্রোলিং, মোটর ট্রলি পেট্রোলিংয়ের মাধ্যমে ময়নাগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকায় রেললাইন জুড়ে শুরু হয়েছে এই টহলদারি।
ময়নাগুড়ি জিআরপির ওসি রামকুমার রায় বলেন, ‘কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নজরদারি। ১৫ অগাস্টের আগে এই নজরদারি আরও বাড়ানো হয়েছে। ময়নাগুড়ি ব্লকের জলঢাকা সেতু এছাড়া বেতগাড়া চাড়েরবাড়ি রেলস্টেশন, নিউ ময়নাগুড়ি রেলস্টেশন, দোমহনী রেলস্টেশন, তিস্তা রেলসেতু সহ বিভিন্ন এলাকায় চলছে নাকা চেকিং। সন্দেহভাজন কাউকে দেখা মাত্রই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ, নিরাপত্তায় কোনও খামতি রাখা হচ্ছে না।’