
ওয়েবডেস্ক: আজ দুপুরেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনটে বেজে দশ মিনিটে তাঁর বিমান দমদম বিমানবন্দরের মাটি ছোঁয়ার কথা। বাংলায় টু্ইট করে গতকালই প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছেন রাজ্যে আসার কথা।তিনি টুইটে লিখেছেন ‘আগামীকাল সন্ধ্যায়, আমি পশ্চিমবঙ্গের হলদিয়ায় থাকব। সেখানে একটি অনুষ্ঠানে , বিপিসিএল নির্মিত এলপিজি আমদানি টার্মিনালটি জাতির উদ্দেশে উৎসর্গ করবো।একই সঙ্গে প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রকল্পের অন্তর্গত ধোবি-দুর্গাপুর প্রাকৃতিক গ্যাস পাইপলাইন বিভাগ জাতির উদ্দেশে উৎসর্গ করবো।’এর আগে নেতাজীর জন্মদিনে রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী।ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রধানমন্ত্রীর সভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ‘জয় শ্রীরাম’ স্লোগান ঘিরে দেখা দিয়েছিল বিতর্ক।সম্ভবত সেধরনের বিতর্ক এড়াতেই প্রধানমন্ত্রীর রবিবারের কর্মসূচিতে থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নবান্ন থেকে সেই কথা প্রধানমন্ত্রীর দপ্তরকে জানিয়েও দেওয়া হয়েছে।জানা গেছে প্রধানমন্ত্রীর মঞ্চে থাকতে পারেন তৃণমূল সাংসদ তথা শুভেন্দু অধিকারির ভাই দিব্যেন্দু অধিকারি।দিব্যেন্দু অধিকারিকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।অন্যদিকে পশ্চিম মেদিনীপুর। বিজেপি সমর্থক বোঝাই হলদিয়ামুখী বাসে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার পথে হামলা হয় বলে বিজেপির তরফে দাবি করা হয়েছে। মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকায় বাসটিতে পাথরবৃষ্টি করা হয়। হামলার জেরে বাস থামিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। প্রধানমন্ত্রীর সভার আগে নন্দকুমারে বিজেপির ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।