ডিজিটাল ডেস্কঃ ইউক্রেন রাশিয়ার যুদ্ধে এবার প্রাণ গিয়েছে এক ভারতীয় ছাত্রের। জানা গিয়েছে, খাবার নিতে গিয়ে ছাত্রটি বোমার আঘাতে মারা গিয়েছে। ইতিমধ্যেই পরিবারের সদস্যের মৃত্যুর কারণে ভেঙে পড়েছে গোটা পরিবার। মৃত ভারতীয় ছাত্র কর্ণাটকের নবীন শেখারাপ্পা। মৃত ছাত্রের বাবার সঙ্গে এবার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নবীনের বাবাকে সহানুভূতি জানিয়েছেন। পাশাপাশি মৃত ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। সব মিলিয়ে ভারতের উদ্বেগ কিন্তু আরও বাড়ছে। কারণ এখনও অনেক ভারতীয় পড়ুয়া আটকে রয়েছে ইউক্রেনে।
আরও পড়ুন : যুদ্ধ পরিস্থিতিতে তুরস্কের বড় সিদ্ধান্ত