কলকাতা: এবার বলিউডে পা রাখতে চলেছেন টলিউড খ্যাত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। বুধবার কলকাতায় শুরু হয়েছে তাঁর নতুন ছবি ‘মনোহর পান্ডে’র শ্যুটিং। ছবিতে অভিনয় করছেন সৌরভ শুক্লা, রঘুবীর যাদব সহ বিশিষ্ট অভিনেতারা।
টলিউডে পরিচালক ও অভিনেতা হিসেবে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন বহুবার। দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি একাধিক ছবির মাধ্যমে। চারবার জাতীয় পুরষ্কার পেয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এবার বলিউডে পদার্পন করতে চলেছেন তিনি। সুরিন্দর ফিল্মসের ব্যানারে তৈরি হচ্ছে ছবিটি। সঙ্গীত পরিচালনায় রয়েছে জিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতার প্রেক্ষাপটে সত্য ঘটনা অবলম্বনে তৈরি হতে চলেছে ছবিটি।
ACCLAIMED #BENGALI DIRECTOR'S #HINDI DEBUT… #NationalAward winning director Kaushik Ganguly starts his first #Hindi film: #ManoharPandey… Stars #RaghubirYadav, #SaurabhShukla and #SupriyaPathakKapur… Shoot begins today… Produced by Surinder Films… Nispal Singh presents. pic.twitter.com/8Ak6lXCQQz
— taran adarsh (@taran_adarsh) January 27, 2021