কলকাতা : সময় যত গড়াচ্ছে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪২৮১। কোভিড ১৯ সংক্রমণে দেশে মৃতের সংখ্যা ১১১ তে গিয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩১৯ জন। অর্থাৎ এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৮৫১।
আক্রান্তের সংখ্যার নিরিখে রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্র শীর্ষে রয়েছে। ইতিমধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৭৪০ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৪৫ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৫৬ জন। অর্থাৎ মহারাষ্ট্রে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬৪৯। এখনও পর্যন্ত তামিলনাড়ুতে ৫৭১ জন আক্রান্ত হয়েছেন। এরপরই রয়েছে দিল্লি। এখানে মোট আক্রান্ত ৫২৩ জন। মৃত্যু হয়েছে ৭ জনের।গত কয়েকদিনে রাজধানীতে হু হু করে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। কেরলেও ৩১৪ জন আক্রান্ত হয়েছেন। গুজরাতে মৃত্যু হয়েছে ১২ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, পশ্চিমবঙ্গে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮০। মৃতের সংখ্যা ৩। সুস্থ হয়েছেন ১০ জন। যদিও সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে করোনা পজিটিভের সংখ্যা ৬১। তবে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। কালিম্পংয়ের যে ১০ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গিয়েছিল, তাদের মধ্যে ৪ জনের দ্বিতীয়বারের টেস্টে নেগেটিভ এসেছে বলে জানান তিনি।