মুম্বই: প্রেমিকের সাহায্যে স্বামীর গলার নলি কেটে খুন! নভি মুম্বইয়ের(Mumbai) নিউ পানভেল এলাকার ঘটনা। স্বামীকে খুনের অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় তরুণীর প্রেমিক ও তাঁর দুই সহযোগীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, গত ১৭ নভেম্বর নিউ পানভেল এলাকায় সিডকো গার্ডেনের মধ্যে এক যুবকের গলার নলি কাটা দেহ উদ্ধার হয়। ২২ বছর বয়সি ফারুখ ব্যাপারী নামে ওই যুবক নিউ পানভেল এলাকার বাসিন্দা বলে জানতে পারে পুলিশ। ঘটনার তদন্তে নেমে শফিকুল আহমেদ নামে বাংলাদেশের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। বাংলাদেশের নাগরিক হলেও সে থাকত পশ্চিমবঙ্গে। তাকে জেরা করেই যুবকের মৃত্যুর রহস্যের কিনারা করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় ওই যুবক আসমিরা খাতুন ব্যাপারী নামে এক তরুণীর কথা জানায়। আসমিরা সম্পর্কে ফারুখের স্ত্রী। ওই তরুণীর কথাতেই সে খুন করে বলে জেরায় জানায় যুবক। তারপরই স্বামীকে হত্যার অভিযোগে ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, যুবককে খুন করতে শফিকুল তার দুই সহযোগীকে ডেকে পাঠিয়েছিল। তারাও পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাদেরও গ্রেপ্তার করা হয়েছে। প্রেমের সম্পর্কের জন্যই স্বামীকে ওই তরুণী খুন করেছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
আরও পড়ুনঃ ৪ শিশু সহ পরিবারের ৬ জনের রহস্যমৃত্যু, বাড়ি থেকে উদ্ধার দেহ