ইসলামাবাদ: কিছুদিন আগেই গদি হারিয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পড়শি দেশটির নয়া প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরিফ। এরই মধ্যে দেশে ফিরছেন পাকিস্তানের আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী তথা শাহবাজেরই দাদা নওয়াজ শরিফ। পাক সংবাদ মাধ্যম সূত্রের খবর, তাঁর নামে পাসপোর্ট ইস্যু করেছে ইসলামাবাদ। বর্তমানে তিনি চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতির একাধিক মামলা চলছে। ২০১৯ সালে চিকিৎসার জন্য নওয়াজ শরিফকে লন্ডন যাওয়ার অনুমতি দেয় লাহোর হাইকোর্ট। তারপর আর দেশে ফেরেননি তিনি। ইমরান খান সরকারের পতনের পরই নওয়াজের দেশে ফেরার জল্পনা বাড়ছিল। তিনি দেশে ফিরলে পাকিস্তানের রাজনীতিতে এক নয়া মোড় আসবে বলে মনে করছেন সেদেশের রাজনৈতিক বিশ্লেষকরা।
আরও পড়ুন : লিবিয়ায় আটক ২০০-র বেশি বাংলাদেশি