লন্ডন, ১৫ জুনঃ হৃদরোগে আক্রান্ত নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ। বৃহস্পতিবার তাঁকে লন্ডনের একটি হাসপাতালে ভরতি করা হয়।
জানা গিয়েছে, গতকাল রাত থেকেই কুলসুমের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে আইসিইউ-তে ভরতি করা হয়। জানা গিয়েছে, প্রাথমিকভাবে চিকিত্সায় সাড়া না দেওয়ায়, তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেম এবং জরুরিকালীন ওষুধ দেওয়া হচ্ছে। নওয়াজ শরিফের মেয়ে মারিয়ম শরিফ টুইট করে মায়ের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। তাঁর মা যাতে সুস্থ হয়ে ওঠেন, তার জন্য প্রত্যেককে প্রার্থনা করারও আবেদন জানিয়েছেন তিনি।
- Advertisement -
Ami had a sudden cardiac arrest this morning when we were on the flight & is in ICU & on the ventilator since. Earnest request for duas.
— Maryam Nawaz Sharif (@MaryamNSharif) June 14, 2018