নয়াদিল্লি, ১১ জুনঃ ফেসবুকে আপত্তিকর পোস্টের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ উঠল বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির ভাই আয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে আয়াজউদ্দিন অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন,‘একজন ব্যক্তি শিবের আপত্তিকর ছবি পোস্ট করলে আমি তাকে বলি, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা উচিত নয়। তার জন্য আমার বিরুদ্ধেই মামলা করা হল। অভিযোগের তদন্ত হওয়া উচিত।’ ঘটনার তদন্ত শুরু হয়েছে।