বক্সিরহাট: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার জোড়াই ডিপো। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নতুনভাবে ডিপোর সূচনা করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। উদ্বোধনের পর পার্থবাবু জানান, এদিন প্রাথমিকভাবে জোড়াই থেকে ১৯টি রুটের জন্য নয়টি গাড়ি চালু করা হয়েছে। এরমধ্যে কোচবিহার থেকে কালজানি-নাটাবাড়ি-কামাখ্যাগুড়ি-জোড়াই পর্যন্ত হেরিটেজ রোড ধরে নতুন রুটে বাস পরিষেবা চালু করা হয়েছে। এদিন এই রুটের প্রথম গাড়িটির সবুজ পতাকা নেড়ে যাত্রা শুরু করেন পার্থপ্রতিম রায়। তিনি জানান, কোচবিহার, আলিপুরদুয়ার এবং অসমের কেন্দ্রস্থলে অবস্থিত জোড়াই ডিপোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসময় সংস্থার আর্থিক দুর্দশার কারণে তৎকালীন বোর্ড এই ডিপোটিকে বন্ধ করে দিয়েছিল। অবশেষে এদিন নতুনভাবে তা সূচনা হল। তিনি আরও জানান, খুব শীঘ্রই জোড়াই ডিপোতে একটি ওয়ার্কশপ, পেট্রোল পাম্প, যাত্রীনিবাস প্রভৃতি তৈরি করে ডিপোকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার এমডি তথা কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আলি আহমেদ, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, সহ-সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়া সহ অন্যান্যরা।