গোয়া: গোয়ায় আন্তর্জাতিক মাদক চক্রের পর্দাফাঁস করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ঘটনায় দুই বিদেশী নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের কাছ থেকে এক্সট্যাসি বড়ি, উচ্চ মানের মেফেড্রোন, হাশিস এবং ৪.৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
জানা গিয়েছে, উত্তর গোয়া এলাকায় বিদেশী নাগরিকদের দ্বারা পরিচালিত একটি ড্রাগ সিন্ডিকেট সম্পর্কে ইনপুট পাওয়ার পরই সেখানে অভিযান চালায় এনসিবির গোয়া সাব জোনাল ইউনিট। অভিযানে এনসিবি আধিকারিকরা দুই বিদেশী নাগরিককে গ্রেপ্তার করেন। ধৃতদের নাম অম্বিকা ও জে লি। তাদের কাছ থেকে মোট ১০৭টি এমডিএমএ ট্যাবলেট, ৪০ গ্রাম উচ্চ মানের মেফেড্রোন এবং ৫৫ গ্রাম উচ্চ মানের হাশিস বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের জেরা করে জানা গিয়েছে, তারা পর্যটকদের মাদক সরবরাহ করত এবং দীর্ঘদিন ধরে গোয়ায় এই কাজ করছিল। এই আন্তর্জাতিক মাদক চক্রে আরও কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু হয়েছে।