মুম্বই: মাদককাণ্ডে এবার বলিউডের প্রযোজক ইমতিয়াজ খতরির বাড়ি ও দপ্তরে হানা দিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো(এনসিবি)। শনিবার সকালেই ইমিতিয়াজের বান্দ্রার বাড়িতে ও দপ্তরে তল্লাশি অভিযান চালান এনসিবি আধিকারিকরা। এদিন দুপুরে ওই প্রযোজককে জিজ্ঞাসাবাদের জন্যও ডাকা হয়েছে এনসিবি দপ্তরে।
প্রসঙ্গত, ২০১৭ সালে মারাঠি ছবি ‘হৃদয়ান্তর’ প্রযোজনার মাধ্যমে বলিউডে নিজের কেরিয়ার শুরু করেন ইমতিয়াজ। পরে নিজের প্রযোজনা সংস্থা খোলেন। এমনিতে মুম্বইয়ে বিল্ডার হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। মাদক যোগে আরিয়ানের গ্রেপ্তারির পর ইমিতিয়াজ খতরির বাড়িতে এনসিবি আধিকারিকদের তল্লাশি চালানোর এই ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। এও মনে করা হচ্ছে, ইমতিয়াজের মাধ্যমে মুম্বইয়ের মাদক কারবারের মূলচক্রীদের হদিস পাওয়ার চেষ্টা করছেন এনসিবি আধিকারিকরা।