কোচবিহার: কোচবিহারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল এনসিসি-র ১৩ নম্বর বেঙ্গল ব্যাটালিয়ন। শনিবার শালবাগানে এই কর্মসূচিতে অর্জুন, হরিতকি, জারুল সহ মোট ৬৬টি চারাগাছ রোপন করা হয়। কোচবিহার ও আলিপুরদুয়ারের ছাত্র-ছাত্রীরা সেখানে অংশ নেয়। এনসিসি-র আধিকারিকদের পাশাপাশি বন দপ্তরের ডিএফও সঞ্জীত কুমার সাহা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি কীভাবে গাছ লাগানো ও তার পরিচর্যা করতে হয় সেই বিষয়েও ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
আরও পড়ুন : হলদিবাড়িতে বেহাল রাস্তার সংস্কার শুরু