ডিজিটাল ডেস্কঃ সোনাজয়ী নীরজ চোপড়া আবার নতুন রেকর্ড গড়লেন জ্যাভলিনে। তবে তিনি এবার নিজের রেকর্ড নিজেই ভেঙে দিয়েছেন। জানা গিয়েছে, ফিনল্যান্ডে আয়োজিত Paavo Nurmi Games এ ৮৯.৩০ মিটার দূরে তিনি জ্যাভলিন ফেললেন। অলিম্পিকের পর এটাই ছিল নীরজ চোপড়ার প্রথম আন্তর্জাতিক ইভেন্ট। এবার নিজের রেকর্ড ভাঙলেও সোনা তিনি জিততে পারেননি। সোনা জিতেছেন ফিনল্যান্ডের ২৫ বছর বয়সী অলিভার হল্যান্ডার। নিরব চোপড়া আগেই জানিয়েছিলেন তার লক্ষ্য 90 মিটার যাকে জ্যাকলিনের জগতে গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয় লক্ষ্য পূরণের সামান্য কিছুটা আগেই থামতে হল নীরজ চোপড়াকে। তবে Paavo Nurmi Games এ ৮৯.৩০ মিটার দূরে তিনি জ্যাভলিন ফেলার দরুন তিনি বিশ্বের মধ্যে পঞ্চম স্থানে উঠে এলেন। নীরজ চোপড়া যে ধীরে ধীরে গোল্ড স্ট্যান্ডার্ডের দিকে এগিয়ে চলেছেন, সে ব্যাপারে সন্দেহ থাকা যায়।
পোলিও আক্রান্ত সুধীর পেলেন সোনা কমনওয়লথে, প্রশংসার ঢল সর্বত্র
ডিজিটাল ডেস্ক : বার্মিংহামে চলা কমনওয়েলথ গেমসে আবারও সোনা ভারতের। এবার প্যারা ভারত্তোলনে প্রথমবার সোনা পেল ভারত। জানা গিয়েছে, পোলিও...
Read more