ডিজিটাল ডেস্ক: জাতীয় দলের ক্রিকেটারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। জানা যাচ্ছে, নেপালের জাতীয় দলের ক্রিকেটার এবং অধিনায়ক সন্দীপ লামিচানের (Sandip Lamichhane) বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল। প্রসঙ্গত, এই সন্দীপ লামিচান কিন্তু আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ভারতেও খেলে গিয়েছেন। এহেন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ১৭ বছরের এক কিশোরীকে কাঠমান্ডুর কাছে এক এলাকায় ধর্ষণ করেছেন। ইতিমধ্যেই কিশোরীর বাবা-মা থানায় অভিযোগ দায়ের করেছেন সন্দীপ লামিচানের বিরুদ্ধে। তবে এই নিয়ে এখনো পর্যন্ত সন্দীপ লামিচান কিংবা নেপাল ক্রিকেট বোর্ডের তরফ থেকে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি। বিষয়টি নিয়ে নেপালের ক্রীড়া জগতে ব্যাপক চর্চা হচ্ছে বলে জানা যাচ্ছে।
জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ উত্তর ভারত
নয়াদিল্লি: ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি (Delhi) সহ উত্তর ভারতের একাংশ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর...
Read more