শিলিগুড়ি: চার ভারতীয় সহ ২২ যাত্রী নিয়ে মাঝআকাশে নিখোঁজ হয়ে গেল একটি বিমান। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে নেপালের পোখরা-জমসমের মধ্যে। জানা গিয়েছে, এদিন সকাল ৯টা ৫৫ মিনিটে বিমানটি পোখরা বিমানবন্দর থেকে জমসমের উদ্দেশ্যে আকাশে ওড়ে। ১৫ মিনিট পর বিমানটির সঙ্গে ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মূলত খাসা অঞ্চলের পর বিমানটির কোনও হদিস পাওয়া যায়নি। বিমানটির খোঁজে দু’টি হেলিকপ্টার পাঠানো হয়েছে। কিন্তু হেলিকপ্টার দু’টি তল্লাশি চালিয়ে বিমানটির কোনও হদিস পায়নি। বিমানটিতে দু’জন জার্মানি ছিলেন বলে জানা গিয়েছে।
বিমানের অধিকাংশ যাত্রী মুক্তিনাথ মন্দির দর্শন করতে যাচ্ছিলেন। খাসা অঞ্চলে বেশ কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে। কিন্তু বিমান চলাচল ছিল স্বাভাবিক। বৃষ্টির জেরেই বিমানটি পথ হারিয়েছে কিনা, বা কোনও কারণে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে কিনা, তা নিয়ে খোঁজ চলছে।