কাঠমান্ডু, ৪ জুনঃ গোহত্যার অপরাধে নেপালে এক ব্যক্তির ১২ বছরের কারাদণ্ড হল। যম বাহাদুর খাতরি নামে ওই ব্যক্তির বিরুদ্ধে তিনটি গো হত্যার অভিযোগ ছিল বলে জানিয়েছেন অর্ঘখানচি জেলা আদালতের ইনফরমেশন অফিসার টেকরাজ গাইরে।
২০১৫ সালে গরুকে নেপালের জাতীয় প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে। এই আইন অনুসারে, নেপালে গোহত্যা নিষিদ্ধ।
- Advertisement -