নয়াদিল্লি: ইন্ডিয়া গেট চত্বর থেকে উধাও নেতাজির হলোগ্রাম মূর্তি। গত ২৩ জানুয়ারি এই মূর্তি উন্মোচন করে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, এখানে গ্রানাইটের একটি বিশাল মূর্তি স্থাপন করা হবে। কিন্তু বৃহস্পতিবার দেখা যাচ্ছে, ইন্ডিয়া গেট চত্বরে নেই নেতাজির হলোগ্রাম মূর্তি। ঝড়ের প্রভাবে ছিঁড়ে গিয়েছে পর্দা, কাজ করছে না লেজার বিম। নেতাজির মূর্তির জায়গায় অন্ধকার। এদিন ঘটনাস্থলে এসে প্রতিবাদ জানান সুখেন্দুশেখর রায়, সৌগত রায় সহ তৃণমূলের ৬ সাংসদ।
এদিন সন্ধ্যা ৬টা নাগাদ ইন্ডিয়া গেটের সামনে পৌঁছোন তৃণমূলের ছয় সাংসদ, সৌগত রায়, জহর সরকার, সুখেন্দুশেখর রায়, শান্তা ছেত্রী, নাদিমুল হক এবং মৌসম বেনজির নুর। হাতে পোস্টারে লেখা ছিল- ‘নেতাজিকে অন্ধকারে রাখবেন না’, ‘নেতাজির মূর্তিতে আলো ফেরানো হোক’, ‘কেন অন্ধকারে রাখা হয়েছে নেতাজিকে।’ হলোগ্রাম মূর্তিটি দেখভালের দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে কথাও বলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। তাঁরা জানান, বৃহস্পতিবার রাতেই মূর্তিটি আগের অবস্থায় ফেরানো হবে। যদিও তৃণমূলের বক্তব্য, তাঁরা আসার খবর পেয়েই তড়িঘড়ি নেতাজির হলোগ্রাম মূর্তি ফেরানোর চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকার।
তৃণমূলের লোকসভার সাংসদ সৌগত রায় বলেন, ‘ঝোড়ো হাওয়ায় মূর্তিটি উড়ে গিয়েছে। কারণ, তার ওপর কোনও আচ্ছাদন ছিল না। এখানে কোনও নেতাজির মূর্তি নেই। হলোগ্রাম মূর্তির মতো নেতাজির প্রতি বিজেপির সমর্থনও উবে গিয়েছে।’
আরও পড়ুনঃ গালওয়ান সংঘর্ষ: জলে ডুবে মৃত্যু ৩৮ চিন সেনার, দাবি রিপোর্টে