উত্তরবঙ্গ সংবাদ নিউজ ডেস্ক: দিল্লিতে নেতাজির মূর্তি স্থাপনে কেন্দ্রীয় সিদ্ধান্তকে ঘিরে দেশের রাজনৈতিক মহলে যত বিতর্কই থাক না কেন, নেতাজি কন্যা অনিতা বসু পাফ কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি। অনিতা জানিয়েছেন খুব ভাল জায়গায় নেতাজির মূর্তি বসানো হবে। শুক্রবার বেলার দিকে টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনে ইন্ডিয়া গেটে গ্রানাইট দিয়ে তৈরি নেতাজির বিশাল মূর্তি স্থাপন করা হবে। এরপরই প্রতিক্রিয়া দেন অনিতা।
নেতাজি কন্য়া অনিতা বসু পাফ বর্তমানে জার্মানিতে থাকেন। দিল্লিতে নেতাজির মূর্তি স্থাপন প্রসঙ্গে তাঁর মন্তব্য, এটা খুবই তৃপ্তিদায়ক যে তরুণ প্রজন্ম এখনও জানেন তিনি কে এবং তাঁকে সম্মান করেন।