উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়ায় পরিষেবা স্থগিত করল ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণ ও আগ্রাসনের কারণেই ওই দেশে পরিষেবা স্থগিত করল নেটফ্লিক্স। এমনটাই জানানো হয়েছে ওটিটি সংস্থার তরফে। রবিবার ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের তরফে এক মুখপাত্র জানান, এই পরিস্থিতিতে রাশিয়ায় আমাদের পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, নেটফ্লিক্সের সামগ্রিক আয়ের তুলনামূলক ছোট শতাংশ আসে রাশিয়া থেকে। বিশ্বে নেটফ্লিক্সের মোট ২২২ মিলিয়ন পেড মেম্বারশিপের মধ্যে রাশিয়ায় ১ মিলিয়নেরও কম গ্রাহক রয়েছে। রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ শুরু করে তখন থেকেই নেটফ্লিক্স রাশিয়ার সঙ্গে প্রজেক্ট এবং অধিগ্রহণ বন্ধ করে দিয়েছিল। এবার ওটিটি প্ল্যাটফর্ম পরিষেবা বন্ধ করে দিল।
আরও পড়ুন : খাদ্য সংকট! একাধিক খাদ্য সামগ্রীর রপ্তানি বন্ধের সিদ্ধান্ত ইউক্রেনের