জলপাইগুড়ি: নির্বাচনের আগে উত্তরবঙ্গের রাজনীতিতে ফের নতুন জোট। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন মিলে ‘কামতাপুরী ভূমিপুত্র মহাজোট’ নামে নতুন মঞ্চ তৈরি করে নির্বাচনে লড়াই করতে চলেছেl আপাতত ঠিক হয়েছে উত্তরবঙ্গের ৫৪টি বিধানসভা আসনের মধ্যে ৪০ টি আসনে প্রার্থী দিতে চলেছে এই মঞ্চ। নতুন এই মঞ্চ আত্মপ্রকাশ করতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। কামতাপুর পিপলস পার্টি সহ চারটি রাজনৈতিক দল ও পাঁচটি সামাজিক সংগঠন এই জোটের শরিক বলে জানা গেছে।
পৃথক কামতাপুর রাজ্য, কামতাপুরি ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে যুক্ত করা, আদিবাসীদের জমির পাট্টা দেওয়া, চা বাগানে ন্যুনতম মজুরি চালু করা, উত্তরবঙ্গের ভুমিপুত্রদের রক্ষাকবচ দেওয়া সহ কর্মসংস্থান, চাকুরি, আর্থ-সামাজিক উন্নতির দাবিতে ভোটে প্রচার করবে এই মহাজোট।উত্তরবঙ্গের ৫৪ টি আসনের মধ্যে ৪০ টি আসনে আপাতত প্রার্থী দিচ্ছে বলে এদিন ঘোষনা করা হয়। বাম আমল থেকে তৃণমূল এবং কেন্দ্রের বিজেপি সরকার শুধুই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এই জনজাতিদের ভোট নিয়েছে। কিন্তু তাদের দাবি কোনও দিনই পূরন হয়নি বলে জোটের তরফে দাবি করা হয়েছে। এদিন জলপাইগুড়ি প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে মহাজোটের সভাপতি নিখিল রায় এবং সম্পাদক মহেশ রায় জানান ভূমিপুত্র আদিবাসী সহ পিছিয়ে পড়া জনজাতিদের উন্নয়নের লক্ষ্যে এই মঞ্চ আগামী দিনে কাজ করবে।