রামপুরহাট: করোনা পরিস্থিতিতে বাঙালির পুজোর আনন্দে কিছুটা ঘাটতি পড়েছিল। মৃত্যুর মিছিলে আতঙ্কিত মানুষজন শুধুমাত্র বেঁচে থাকার লড়াই চালিয়ে গিয়েছেন। সেই বিভীষিকা কাটিয়ে মানুষকে এবার স্বপ্নের দেশে নিয়ে যাবে বীরভূমের (Birbhum) রামপুরহাট নবীন ক্লাব। মণ্ডপে ঢুকলেই রূপকথার দেশে পাড়ি দেবেন আপনি। ফলে একটিবারের জন্য আপনাকে স্বপ্নের দেশে যেতেই হবে।
নবীন ক্লাব মানেই নতুন নতুন ভাবনা। করোনা অতিমারির কারণে দু’বছর মানুষ গৃহবন্দি হয়ে পড়েছিলেন। ফলে ইচ্ছে থাকলেও নতুন ভাবনার মণ্ডপে যেতে পারেননি। এখন অনেকটা স্বাভাবিক হয়েছে করোনা। তাই এবার দর্শনার্থীদের স্বপ্নের দেশে নিয়ে যেতে থিম গড়েছে নবীন ক্লাব। পুজো মণ্ডপে ঢুকলেই মনে হবে সাদা মেঘের কোলে রূপকথার দেশ। যেখানে পরীদের বাস। নানা রঙ বেরঙের পাখি উড়ে বেড়াচ্ছে চারিদিক। মেদিনীপুরের শিল্পী মনোজিৎ ও সুবীর মাইতিরা দিনরাত এক করে বানিয়ে ফেলেছেন স্বপ্নের দেশ। প্রতিমাতে রয়েছে অভিনবত্ব। অসুর বধ নয়, মা দুর্গার পা ধরে জীবন ভিক্ষা চাইছেন মানুষ রুপী অসুর।
ক্লাবের তরফে উজ্জ্বল ধীবর বলেন, ‘আমরা প্রতিবছর নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার আমরা দর্শনার্থীদের স্বপ্নের দেশে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। পরিবেশ সচেতনতায় মণ্ডপে কোথাও প্লাস্টিক কিংবা থার্মকলের ব্যবহার করা হয়নি।‘