ডিজিটাল ডেস্ক : গতকাল উদ্বোধন হয়েছে বাংলাদেশের পদ্মা সেতু (Padma Bridge)। কার্যত দীর্ঘদিন ধরেই এই পদ্মা সেতুর অপেক্ষায় ছিল বাংলাদেশবাসী। তবে উদ্বোধনের পরেই বাংলাদেশের পদ্মা সেতু নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হল। কার্যত এক যুবক পদ্মা সেতুর রেলিংয়ের ওপর থেকে নাট খুলে ভিডিও করে। তবে বিষয়টি নজরে পড়ার পরেই যুবককে আটক করেছে বাংলাদেশের পুলিশ। কার্যত সংবাদ সূত্রে জানা গিয়েছে, রবিবার বায়োজিদ তালহা নামে এক যুবক পদ্মা সেতুর রেলিংয়ের নাট খোলার চেষ্টা করছে, এরকম একটি ভিডিও পোস্ট করেন। যদিও সেই ভিডিও খতিয়ে দেখেনি উত্তরবঙ্গ সংবাদ। তবে জানা যাচ্ছে ভিডিওটি প্রকাশ্যে আসতেই শুরু হয়ে যায় চাপানউতোর। অবশ্য বাংলাদেশ সরকার এই ভিডিওর সত্যতা এখনো পর্যন্ত স্বীকার করেনি। তবে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। এই ঘটনার পেছনে কোনো সন্ত্রাসবাদী ষড়যন্ত্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে পদ্মা সেতু উদ্বোধনের পরে এ ধরনের ঘটনায় সেতুর গঠনগত কাজ নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন : আরও কাছাকাছি কলকাতা-ঢাকা, পদ্মা সেতুর উদ্বোধন করলেন শেখ হাসিনা