ডিজিটাল ডেস্ক: আসছে অভিষেক বচ্চনের নতুন ছবি ‘দশভি’। গত সপ্তাহে ছবির ট্রেলার বেরিয়েছে এবং নেট-মহল ভালোই সাড়া দিয়েছে তাতে। জানা গেছে, নির্মাতারা ছবির স্পেশাল স্ক্রিনিং করবেন আগ্রার জেলের বাস্তবের কয়েদিদের জন্য। কারণ ছবিতে অভিষেক জেলবন্দি একজন রাজনীতিবিদ, নাম গঙ্গারাম চৌধুরি॥ এই জেল থেকেই তিনি দশ ক্লাস পাশ করবেন বলে ঠিক করেছেন। এটাই তাঁর জীবনের লক্ষ্য। আগ্রার এই জেলেই অভিষেক শুটিং করেছেন। শুটিংয়ের সময় তাঁর সহ অভিনেতা, জেলের আসল কয়েদিদের জন্যই ‘দশভি’-র স্পেশাল স্ক্রিনিং হবে। এই কয়েদিরা ছবিতে অভিনয় করেছেন। এ প্রসঙ্গে অভিষেক বলেছেন, ‘ওরা কোনও না কোনও অপরাধের জন্যই জেলে এসেছে। এই আসল কয়েদিদের সঙ্গে আমরা শুটিং চলাকালীন থেকেছি, খেয়েছি, কথা বলেছি। ওরা খুব শ্রদ্ধা করে আমাদের, খুব ভালো। আমি কথা দিয়েছিলাম, আমরা ফিরে আসব, ওদের জন্য ‘দশভি’-র স্পেশাল স্ক্রিনিং করাব জেলে। আমার ভালো লাগছে কাজটা করতে পেরে।’
একই সুর পরিচালক তুষার জালোটার গলায়। তিনি বলেছেন, অভিষেক কথা দিলে সেটা রাখে। ও বলেছিল জেলবন্দি ওর সব সহ অভিনেতাদের ছবিটা দেখাবে, যাতে ওরা নিজেদের কাজটা দেখতে পায়, তাই সেই ব্যবস্থা করা হয়েছে। ছবিতে অভিষেক ছাড়া আছেন ইয়ামি গৌতম, নিমরিত কৌর।
‘দশভি’ নেটফ্লিক্সে ও জিও সিনেমায় দেখা যাবে ৭ এপ্রিল, ২০২২।