ডিজিটাল ডেস্ক : ছোটপর্দার অভিনেত্রী পল্লবী দের মৃত্যু ঘিরে ক্রমাগত বাড়ছে রহস্য। তাঁর মৃত্যুতে অভিযোগের আঙুল উঠেছে লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীর দিকে। পল্লবী দের মৃত্যুকে আত্মহত্যা বলতে নারাজ তাঁর পরিবার। বরং তাঁর পরিবারের তরফ থেকে পল্লবীকে খুন করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। পাশাপাশি এবার পল্লবী দের লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। কার্যত সাগ্নিক এবং পল্লবীর সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই উঠেছে প্রশ্ন। আর এবার পল্লবীর পিসি বিস্ফোরক তথ্য সামনে আনলেন। তিনি দাবি করেছেন, সাগ্নিক চক্রবর্তীর একাধিক মেয়ের সাথে সম্পর্ক ছিল। এমনকি তাঁর ভাইজি পল্লবী যখন ফ্ল্যাটে থাকত না, তখন সাগ্নিক অন্য মেয়েদের নিয়ে আসতো ওই ফ্ল্যাটে। পল্লবী দের মৃত্যু রহস্য এবার কোন দিকে মোড় নেয়, সে দিকেই নজর থাকছে ওয়াকিবহাল মহলের।
আরও পড়ুন : অভিনেত্রীর রহস্যমৃত্যুতে জেরা লিভ-ইন সঙ্গীকে