ডিজিটাল ডেস্ক: পার্কস্ট্রিট বা তৎসংলগ্ন এলাকাগুলিতে পার্কিং সমস্যা বহুদিনের। যত্রতত্র গাড়ি পার্ক থাকতে দেখা যায়। এই অবস্থায় কলকাতা পুরসভা নয়া উদ্যোগ নিয়েছে পার্কিং সমস্যা মেটাবার জন্য। কার্যত জানা গিয়েছে রডন স্ট্রিট এবং পার্ক স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত একটি বহুতল পার্কিং লট চালু হতে চলেছে। দীর্ঘদিন অবশ্য এই পার্ক ও ম্যাটটির সংস্কার করা হচ্ছে। পাশাপাশি এই পার্ক ও ম্যাটের জায়গা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। বেশকিছু প্রযুক্তিগত সমস্যার কারণে এতদিন পর্যন্ত এই পার্ক ও ম্যাট সাধারণের জন্য চালু করা যায়নি। তবে এবার খুব শীঘ্রই এই বিল্ডিং চালু হতে চলেছে। এবার থেকে তৃতীয় তলাতেও গাড়ি পার্ক করে রাখা যাবে। কলকাতা পুরসভার এই সিদ্ধান্ত কার্যকর হলে ঐ এলাকার পার্কিং সমস্যার অনেকটাই সমাধান হবে বলে নিশ্চিত থাকা যায়।
ডেঙ্গি মশার খোঁজে কালীঘাট এলাকায় পরিদর্শন পুরসভার পতঙ্গবিদের
ডিজিটাল ডেস্ক : কলকাতায় (Kolkata) ক্রমশ ডেঙ্গির থাবা চওড়া হচ্ছে। সম্প্রতি কালীঘাট এলাকার বাসিন্দা, বিশাখ মুখোপাধ্যায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা...
Read more