ডিজিটাল ডেস্ক: করোনা পরিস্থিতিকে এড়িয়ে চলার জন্য যখন চিকিৎসক ও বিশেষজ্ঞরা বারবার মাস্ক পরার জন্য বলে যাচ্ছেন, ঠিক সে সময় নাগরিক সমাজের একাংশ রীতিমতো তুড়ি মেরে চিকিৎসকদের এই নির্দেশ উড়িয়ে দিচ্ছেন এবং আশঙ্কা বাড়াচ্ছেন সংক্রমণের। কলকাতা শহরে এরকম হামেশাই দেখা যাচ্ছে। প্রশাসনিকভাবে বলেও যখন কোনো কাজ হচ্ছেনা, তখন একেবারে অন্য পদ্ধতি নিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শহরবাসী যাতে মাস্ক পরে, তার জন্য কলকাতা পৌর নিগমের পক্ষ থেকে কলকাতা মাস্ক আপ চ্যালেঞ্জ ইভেন্ট ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, কলকাতা পুরসভার ফেসবুক পেজে যদি মাস্ক পরা ছবি আপলোড করেন এবং সেই ছবি যদি মেয়র পছন্দ করেন, তাহলে বাছাই করা পরিবারগুলিকে পুরস্কৃত করা হবে। এমনকি মেয়রের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন তাঁরা। পাশাপাশি রাস্তায় বের হলে সব সময় মাস্ক পরে থাকলে কলকাতা পুলিশের ক্যামেরায় তাঁকে চিহ্নিত করা হবে এবং পুরস্কৃত করা হবে। সবমিলিয়ে আমজনতাকে মাস্ক পরানোর জন্য কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে সব মহলেই।
করোনায় মৃত্যু হয়েছিল ছেলের, পূত্রবধূর বিয়ে দিলেন প্রাক্তন বিধায়ক
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ছেলের প্রাণ কেড়ে নিয়েছিল করোনা। পুত্রবধূর ভবিষ্যতের কথা মাথায় রেখে তাঁর অন্যত্র বিয়ে দিলেন ওডিশার (Odisha)...
Read more