মোথাবাড়ি: খেলাধুলো, যোগব্যায়াম, ধ্যানের মধ্যে দিয়ে শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে নতুন এক শিক্ষাকেন্দ্র চালু হল মালদার পঞ্চানন্দপুরে। ‘জ্ঞান ভারতী’ নামে ওই শিক্ষাকেন্দ্রে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করা হবে। সেখানে ছাত্রছাত্রীদের কোচিংও করানো হবে। এই শিক্ষাকেন্দ্রের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক জ্যোতিভূষণ পাঠক ও হরি স্বামী দাস। উপস্থিত ছিলেন অধ্যাপক বিজয় কুমার সরকার, অবর বিদ্যালয় পরিদর্শক কুমার বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে।
এই শিক্ষাকেন্দ্রে আধুনিক শিক্ষার পাশাপাশি প্রতিদিন ছাত্রছাত্রীদের নিয়ম করে যোগব্যায়াম, খেলাধুলো ও ধ্যান করানো হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কুমার দাস জানান, লকডাউনের জেরে ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলো, ব্যায়ামের প্রবণতা কমে গিয়েছে। কমেছে মানসিক শক্তিও। তাই আধুনিক শিক্ষার জন্যে আগামীদিনে শিক্ষার পাশাপাশি যোগব্যায়াম ও ধ্যান খুব প্রয়োজন হয়ে পড়েছে।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial