নয়াদিল্লি: দেশে করোনা(Corona) পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। সেকারণে ভারতে আসা আন্তর্জাতিক যাত্রীদের জন্য নতুন নিয়ম জারি করা হল। করোনা পরিস্থিতিতে এদেশে আসা আন্তর্জাতিক যাত্রীদের জন্য বিমান পরিবহণ মন্ত্রকের এয়ার সুবিধা পোর্টালে কোভিড ভ্যাকসিনেশন সংক্রান্ত ফর্ম ফিল আপ করা বাধ্যতামূলক ছিল। এতে যাত্রীদের তাঁদের প্রাপ্ত ডোজের সংখ্যা, টিকা নেওয়ার তারিখ সহ সমস্ত তথ্য প্রদান করতে হত। সেটার আর প্রয়োজন হবে না বলে বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে। সোমবার মধ্যরাত থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। গতকাল সন্ধ্যায় বেসামরিক বিমান চলাচল মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একদিকে যেমন করোনা সংক্রমণ কমছে, সেই সঙ্গে ভারতে কোভিড টিকাকরণেরও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সেকারণে আন্তর্জাতিক যাত্রীদের জন্য নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। গত সপ্তাহে বিমান চলাচল মন্ত্রক বলেছিল, বিমানে ভ্রমণের সময় মাস্কের ব্যবহার আর বাধ্যতামূলক নয়, তবে করোনাভাইরাসের আরেকটি ঢেউ রোধ করতে যাত্রীদের তা ব্যবহার করা উচিত।