ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে সারা বিশ্বের কাছে একটাই মাথাব্যথার কারণ। আর তা হল করোনা। করোনা পরিস্থিতি রুখতে এবার ফ্রান্সে জারি করা হলো একগুচ্ছ নতুন নিয়ম। প্রসঙ্গত, ওমিক্রনের আঘাতে ফ্রান্সের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। গত সপ্তাহ পর্যন্ত ফ্রান্সে এক লাখ লোকের মধ্যে ন্তত ২৮০০ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ফ্রান্সে সাধারণ অসুস্থ মানুষেরা প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলস্বরূপ, জনমানসে জন্মাচ্ছে ক্ষোভ। তাই এবার ফ্রান্সের পার্লামেন্ট থেকে নতুন আইন লাগু করা হয়েছে। নতুন আইন অনুসারে যারা এখনও কোভিডের প্রতিষেধক নেননি, তাঁরা কোন রেঁস্তোরা, স্টেডিয়াম, খেলার জায়গা কিংবা টুরিস্ট স্পটে ঢুকতে পারবেন না। প্রসঙ্গত, ফ্রান্সের ৯১% এর বেশি বয়স্করা ইতিমধ্যেই টিকা নিয়ে নিয়েছেন। তাই লকডাউন না করে আপাতত সংক্রমণ কমানোর জন্য নতুন নিয়ম যথেষ্ট কাজ করবে বলে মনে করছে ইম্যানুয়েল সরকার। নতুন নিয়মের জেরে ফ্রান্স কতটা করোনা পরিস্থিতি সামাল দিতে পারে এখন সেটাই দেখার।
আরও পড়ুন: করোনার পরিপ্রেক্ষিতে মেট্রোর কাটছাঁট