ডিজিটাল ডেস্কঃ দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকার পর সম্প্রতি রাজ্যজুড়ে স্কুল-কলেজ খুলে গিয়েছে। তবে শ্রেণীকক্ষে বসে ক্লাস করার অনুমতি দেওয়া হয়েছে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এবং গত সোমবার থেকে পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর জন্য শুরু হয়েছে ‘পাড়ায় শিক্ষালয়’ কর্মসূচি। একদিন যেতে না যেতেই নতুন নিয়ম জারি করল শিক্ষা দপ্তর। আগে বলা হয়েছিল ‘পাড়ায় শিক্ষালয়’ কর্মসূচিতে সপ্তাহে ৫ দিন সকাল ১১ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ক্লাস নেওয়া হবে। কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, আজ থেকে সকাল ১০.৫০ হইতে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ‘পাড়ায় শিক্ষালয়’ কর্মসূচিতে ক্লাস চলবে। ইতিমধ্যেই সমস্ত জেলাশাসকদের কাছে চিঠি পৌঁছে গিয়েছে। পাশাপাশি বলা হয়েছে বড় জায়গায় ৮০ থেকে ১০০ জন পড়ুয়া এবং ছোট জায়গায় ৪০ থেকে ৫০ জন পড়ুয়া নিয়ে এই কর্মসূচি করা যাবে। যদি কোনো ছাত্রছাত্রীর বাড়ি স্কুল থেকে দূরে হয়, তাহলে সে নিকটবর্তী কর্মসূচিতে গিয়ে ক্লাস করতে পারবে। ইতিমধ্যেই ‘পাড়ায় শিক্ষালয়’ কর্মসূচি নিয়ে অভিভাবকদের একাধিক আপত্তি চোখে পড়েছে। প্রত্যেকেই চাইছেন, রোদে জলে এভাবে ক্লাস না করে একেবারে ক্লাসরুমে বসেই শিক্ষাদান পর্ব চলুক।
আরও পড়ুনঃ রাজ্যপালের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা