ডিজিটাল ডেস্কঃ সাধারণ মানুষকে প্রতারণা করার জন্য নিত্যনতুন উপায় বার করছে প্রতারকরা। এবার সামনে এসেছে ‘কল ফরওয়ার্ডিং'(Call forwarding) সংক্রান্ত অভিযোগ। জানা যাচ্ছে, মোবাইলে ফোন করে কেওয়াইসি বা অন্য কোন অজুহাতে ফোন করছে প্রতারক। তারপরে তাঁরা দশ সংখ্যার একটি মোবাইল ডায়াল করতে বলছে প্রথমে স্টার বসিয়ে এবং নির্দিষ্ট কোড দিয়ে। নাম্বার ডায়াল করলেই মোবাইল ব্যবহারকারীর যাবতীয় ফোন কল বা অন্য নাম্বার প্রতারকের ফোনে ফরোয়ার্ড হয়ে যাবে। এরপর প্রতারকরা ওই নাম্বার ব্যবহার করে হোয়াটসঅ্যাপ চালু করছে। এবং আসল নম্বরের মালিকের পরিচিতদের কাছে টাকা চাইছে। ইদানীংকালে এ ধরনের বেশ কয়েকটি অভিযোগ ধরা পড়েছে বলে জানা যাচ্ছে লালবাজারের তরফ থেকে। আশঙ্কা করা হচ্ছে, সাইবার ক্রাইম(Cyber crime) সংক্রান্ত প্রতারণার নতুন একটি চক্র সক্রিয় হয়েছে। কার্যত পুলিশের তরফ থেকে বারবার সাইবার ক্রাইম নিয়ে সাধারণকে আরও সতর্ক থাকার কথা বলা হচ্ছে। কিন্তু তাতেও নিত্যদিন বেড়ে চলেছে সাইবার প্রতারণার ঘটনা।
নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর তেরঙ্গা যাত্রায় পুলিশের বাধা, চাপানউতোর তুঙ্গে
ডিজিটাল ডেস্ক : আগামী সোমবার ১৫ ই আগস্ট স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন হতে চলেছে। আর তার আগে চলছে কেন্দ্রীয়...
Read more