উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইংরেজি নববর্ষ মানেই গ্রিটিংস কার্ড। আজ থেকে ৮-১০ বছর আগেও এটাই ছিল চল। বন্ধুবান্ধবের জন্য কার্ড কিনতে একপ্রকার ঢল নামত দোকানগুলিতে। তবে বর্তমান ডিজিটাল যুগে মানুষ নতুন বছর থেকে বিজয় দশমী শুভেচ্ছা জানানোর জন্য বেছে নিচ্ছেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামকেই।
মনের মানুষ থেকে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলকে শুভেচ্ছা জানানো হত এই গ্রিটিংস কার্ডের মাধ্যমে। নানা রঙের নানা আকারের গ্রিটিংস কার্ড পাওয়া যেত দোকানগুলোতে। যা কিনতে ভিড় জমাতো স্কুল পড়ুয়া থেকে মাঝবয়সী প্রত্যেকেই। কাকে কোন কার্ড দেওয়া হবে এবং তাতে কী লেখা হবে তা নিয়ে থাকত আলাদা অনুভূতি। এখন সে সবকিছুই অতীত। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে হারিয়ে গিয়েছে কার্ড। ক্রমেই সকলে ডিজিটাল দুনিয়ার ওপর নির্ভর হয়ে উঠছে।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial