সিডনি: পাকিস্তানের সামনে ১৫৩ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড(new zealand)। বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে তাঁদের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারেই দলের ৪ রানের মাথায় ফিরে যান ফিন অ্যালেন। তিনি শাহিন আফ্রিদির শিকার। এরপর ইনিংসের হাল ধরেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে। কনওয়ে (২১)-কে রান আউট করেন সাদাব খান। রান পাননি গ্লেন ফিলিপস (৬)। ৪২ বলে ৪৬ রানের একটি ধৈর্য্যশীল ইনিংস খেলেন কিউয়ি অধিনায়ক। তিনিও শাহিন আফ্রিদির শিকার। ড্যারি মিচেলের অপরাজিত ৫৩ ও জেমস নিশামের অপরাজিত ১৬ রানে ভর করে নিউজিল্যান্ডের স্কোর ২০ ওভারে ১৫২ রানে পৌঁছে যায়। পাক বোলারদের মধ্যে শাহিন আফ্রিদি ২টি ও মহম্মদ নওয়াজ ১টি উইকেট নিয়েছেন। ফাইনালে শেষ পর্যন্ত কোন দল পৌঁছোয়, সেটাই দেখার।
আরও পড়ুনঃ বিধ্বংসী সূর্য, জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের লক্ষ্যমাত্রা ১৮৭