ওয়েলিংটন: এবার সিগারেট বিক্রি নিষিদ্ধ করার পরিকল্পনা নিল নিউজিল্যান্ড। দেশের তরুণ প্রজন্মকে ধূমপান থেকে বিরত রাখতেই এই পরিকল্পনা বলে জানা গিয়েছে। আগামী বছরেই এই বিষয়টি আইনে পরিণত হতে পারে। এই মুহূর্তে যাদের বয়স ১৪ বছর, আইন চলে এলে আগামীদিনে তারা আইনসম্মতভাবে কোনওভাবেই নিউজিল্যান্ডে তামাক কিনতে পারবে না বলে জানানো হয়েছে। এভাবে চললে ২০৫০ সাল নাগাদ শুধুমাত্র ৪২ বা তার বেশি বয়স্করাই তামাকজাত এই দ্রব্য কিনতে পারবে।
২০১১ সালে নিউজিল্যান্ডে ধূমপানের মাত্রা কমানোর লক্ষ্যমাত্রা নিয়েছিল নিউজিল্যান্ড। তারপর থেকেই সেদেশে ধীরে ধীরে সিগারেটের দাম বাড়িয়ে দেওয়া হয়। যা বিশ্বের মধ্যে সর্বাধিকে মূল্যধারী দেশগুলির মধ্যে অন্যতম।