নকশালবাড়ি: চা বাগান থেকে উদ্ধার হল সদ্যোজাত। জানা গেছে ওই সদ্যোজাতকে বাগানে ফেলে রেখে বেপাত্তা হয়ে যান এক মহিলা। বাগানের বিশ্রাম ঘরে কান্না শুনতে পান বাগানের শ্রমিকরা। খবর পেয়ে এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকলে বাগডোগরা ট্রাফিক পুলিশের কর্মী অলোক নাগবংশী ঘটনাস্থলে পৌঁছে সদ্যোজাতটিকে উদ্ধার করে বাগডোগরা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সুস্থ রয়েছে শিশুটি।
আরও পড়ুন : বাস টার্মিনাসের বেহাল দশা, ক্ষুব্ধ এলাকাবাসী