উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সদ্য বিয়ে হয়েছে। বিয়ের পর কেরলের গুরুভায়ুর মন্দিরে ঘুরতে গিয়েছিলেন নবদম্পতি। সঙ্গে নিয়ে যান ফটোগ্রাফারকে। মন্দিরে পুজো দেওয়ার পর মন্দিরের একটি হাতির সামনে ফটোশুটে মেতে ওঠেন তাঁরা। তখনও ভেবে উঠতে পারেননি একটু পরেই কী হতে চলেছে।
সবে মাত্র হাতির সামনে হাসি মুখে দাঁড়িয়ে পোজ দিয়েছেন দম্পতি, ঠিক এমনই সময় ঘটে গেল অদ্ভুত ঘটনা। রেগে আগুন হল আপাত শান্ত গজরাজ। নিচে দাঁড়িয়ে থাকা এক মাহুতকে সুরে পেঁচিয়ে আক্রমণ করে বসে সে। যদিও কোনওরকম প্রাণে বেঁচে যান ওই মাহুত। ততক্ষণে হুলুস্থুল কাণ্ড ঘটে গিয়েছে মন্দির চত্বরে। আতঙ্কে অনেকেই ছুটে পালিয়েছেন মন্দিরে ছেড়ে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করেছেন ওই দম্পতির পেশাদার ফটোগ্রাফার। আচমকা হাতির হামলার অভিজ্ঞতার কথা জানিয়েছেন নববিবাহিত তরুণ-তরুণী। সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড হতেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে ভিউয়ার্স।