উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কাতার বিশ্বকাপে কি আর দেখা যাবে না ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার নেইমারকে (Neymar) ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ব্রাজিল শিবিরে। বিশ্বকাপে সার্বিয়ার বিরুদ্ধে মাঠে নেমে ৯ বার ফাউলের শিকার হন এই ফুটবল তারকা। পায়ে মারাত্বক চোট পেয়ে নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়তে বাধ্য হন নেইমার। ব্রাজিল টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছিল নক আউট পর্বে খেলতে দেখা যাবে নেইমারকে। এখন শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। শুধু গ্রুপ পর্ব নয় পুরো বিশ্বকাপেই হয়ত আর দেখা যাবে না এই ফুটবল তারকাকে।
শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামার আগে নতুন গুঞ্জন শুরু হলো নেইমারকে নিয়ে। ব্রাজিলের সংবাদ মাধ্যম বলছে শুধু গ্রুপ পর্ব নয়, পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন নেইমার। তার লিগামেন্টে বড় সমস্যা হয়েছে বলে মনে করা হচ্ছে। ক্যামেরুন ম্যাচের আগে ব্রাজিলের সহকারী কোচ ক্লেবার বলেছেন, ‘নেইমার ধীরে ধীরে উন্নতি করছে। তবে আপাতত আমাদের ফোকাস ক্যামেরুন ম্যাচে। সেটা হয়ে গেলে দলের বাকিদের কার কী অবস্থা সেটা নিয়ে ভাবার সময় পাব। নেইমারের ফেরার ব্যাপারে নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে আমাদের।’ তবে কি পরিকল্পনা রয়েছে সে সম্পর্কে কিছু বলেননি ক্লেবার হ্যাভিয়ের।
বিশেষ সূত্রের খবর, নেইমারের লিগামেন্ট ভাল রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। আগের থেকে কিছুটা সুস্থ হলেও তার হাঁটু এখনও ফুলে রয়েছে। ওষুধ খাইয়েও ব্যথা সেভাবে কমছে না। এখনও মাঠে নামার পরিস্থিতিতে নেই নেইমার। ফলে নক আউট পর্ব তো বটেই, ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠলে তখনও নেইমারকে পাওয়া যাবে কি না, কেউই নিশ্চিত নয়।
আরও পড়ুন : প্রতিপক্ষ পর্তুগাল, দক্ষিণ কোরিয়াকে শেষ ষোলোতে যেতে হলে ঘানাকে হারতে হবে উরুগুয়ের কাছে