উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কোয়ার্টার ফাইনালেই বিদায় নিয়েছে ব্রাজিল। আর্জেন্টিনাকে যেমন পথ দেখিয়ে শিরোপা পাইয়ে দিয়েছেন মেসি, অন্যদিকে প্রাণপণ চেষ্টা করেও ব্রাজিলকে নিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি নেইমার। শেষ আটেই নিজে ছিটকে গিয়েছেন, রয়েছে হতাশা। তবে বন্ধুর বিশ্বজয়ের আনন্দ যেন ঠিকই ছুঁয়ে গেলো সেলেসাও প্রাণভোমরা নেইমারকে (Neymar)।
Felicidades Hermano 👏🏽 #leomessi pic.twitter.com/5XClpQf15y
— Neymar Jr (@neymarjr) December 18, 2022
বার্সেলোনায় থাকার সময় থেকেই বন্ধুত্ব মেসি-নেইমারের। জাতীয় দলে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও দুই মহা তারকার বন্ধুত্ব যেন অন্যদের কাছে উদাহরণ। এবার সেই বন্ধুর বিশ্বকাপ জয়ের ছবি টুইট করেই বন্ধুর প্রতি ভালোবাসাটাও জানিয়ে দিলেন নেইমার। মেসির (Lionel Messi) বিশ্বকাপ ছুঁয়ে দেখার ফ্রেমবন্দি ছবি টুইট করে সেই বন্দনায় শামিল হয়েছেন এই ব্রাজিল তারকা। সেই টুইটে মেসির প্রতি শুভেচ্ছাও জানিয়েছেন নেইমার। বলেছেন, ‘তোমার হাতে এই ট্রফিটা উঠুক…সেটি বন্ধু হয়ে আমিও চেয়েছিলাম।’
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।