নয়াদিল্লি: ফের মাঙ্কিপক্স (MonkeyPox) আক্রান্তের হদিস মিলল দিল্লিতে। মঙ্গলবার এক নাইজেরিয়ানের শরীরে মাঙ্কিপক্স সংক্রমণ ধরা পড়ে। জানা গিয়েছে, ৩৫ বছরের ওই ব্যক্তির কোনও ট্র্যাভেল হিস্ট্রি নেই। নমুনা সংগ্রহ করে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হলে রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে দিল্লিতে তৃতীয় ব্যক্তির শরীরে মাঙ্কিপক্স সংক্রমণ ধরা পড়ল।
Another Nigerian man living in Delhi tests positive for #monkeypox. This is the 3rd monkeypox case in Delhi: Official Sources pic.twitter.com/COmfH3QUHX
— ANI (@ANI) August 2, 2022
এদিকে কেরলেও আরও এক মাঙ্কিপক্স আক্রান্তের হদিস মিলেছে। এই নিয়ে কেরলে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। জানা গিয়েছে, গত ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছেন আক্রান্ত ওই যুবক। এদিন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ খবরটি নিশ্চিত করেন। ৩০ বছরের ওই যুবক দেশে ফিরলে কোঝিকোড় এয়ারপোর্টে তাঁকে পরীক্ষাও করা হয়। এই মুহূর্তে মালাপ্পুরমে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। এই নিয়ে গোটা দেশে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বেড়ে হল আট।
আরও পড়ুন : ফের মাঙ্কিপক্স আক্রান্তের হদিস মিলল কেরলে